QR code
USPIBD's avatar

USPIBD

ইউনিভার্সাল শোশিও-পলিটিক্যাল ইস্যুজ (ইউএসপিআই) একটি আর্টিকেল-ভিত্তিক মহাফেজখানা (আর্কাইভস) । বিশ্বব্যাপী সমাজন্ত্রের পতন ও পুজিবাদের মাত্রাতিরিক্ত শোষনের প্রেক্ষাপটে মুসলমানদের চিন্তা ও কর্মের জগতে এসেছে এক পরিবর্তন। যার প্রতিফলন হচ্ছে বিশ্বব্যাপী ইসলামি দর্শনে বিশ্বাসী মুসলমানদের এক নব জাগরন । মুসলমানরা মোকাবিলা করছে এক নব ‘বিশ্ব ব্যবস্থাপনা’ (World Management) পদ্ধতির । কারন কালপরিক্রমায় ‘বিশ্ব-ব্যবস্থাপনা’ পদ্ধতি গ্রহণ করছে নতুন নতুন রুপ । বিশেষ করে মুসলিমদের নিকট বর্তমান ‘বিশ্ব-ব্যবস্থাপনা’ একেবারেই নতুন । কারন মুসলমানরা তাদের পুরানো আর্কাইভসে যে তথ্য ভান্ডার রেখে এসেছিল সেখানে বর্তমানের অপরিহার্য অনেক তথ্যই খু্জে পাওয়া যায়না। অনেক তথ্য খুজে পেলেও অতীতের ব্যবহৃত পরিভাষা আর বর্তমানের ব্যবহৃত পরিভাষাতে ও কোন মিল থাকেনা। ফলে মুসলমানরা পুরানো তথ্য –ভান্ডার থেকে তথ্য-পুষ্ট হয়ে যখন বিশ্ব-ব্যবস্থা অবলোকন করার চেষ্টা করছে তখন বর্তমানের অনেক তথ্যই তাদের গোচরীভুত হচ্ছে না। অনেক ক্ষেত্রে যা গোচরীভুত হচ্ছে-তার মাত্রাগত পরিসংখ্যানও প্রত্যাশিত মাত্রায় উপলব্ধ হচ্ছে না । ফলে প্রয়োজন হচ্ছে-নতুন নতুন চিন্তার; পুরানো চিন্তার নতুন ব্যাখ্যার । জ্ঞানজগতে নেতৃত্বদানকারী দেশসমূহের মুসলিম স্কলাররা এক্ষেত্রে নব দিগন্ত উম্মোচন করছে । তারা বিগত ৭০০ বছরে মুসলমানদের তথ্যভান্ডারে পুঞ্জীভূত মরিচা দুরীভূত করে ইসলামের প্রকৃত চেহারা যেমন দৃশ্যমান করার চেষ্টা করছেন তেমনি করছেন বর্তমান বিশ্ব-ব্যবস্থার নতুন পরিভাষা গুলোকে কুরআন ও হাদিসের আলোকে সংঞ্জায়িতকরনের । অপরিহার্য বিষয়াবলীর মধ্যে রয়েছে ইসলাম ও রাষ্ট্রব্যবস্থা, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ইসলাম, সংবিধানের সার্বভৌমত্ব ও সীমাবদ্ধতা, ইসলামপন্থী রাজনৈতিক, সামাজিক ও দাওয়াতী সংগঠনসমূহের কর্মের বিস্তৃতি ও সীমাবদ্ধতা, পলিটিক্যাল ইসলাম বনাম সৃফিবাদি ইসলাম, মুসলিম নারীদের ইসলাম প্রদত্ত অধিকার বনাম মুসলিম দেশের বর্তমান বাস্তবতা, নারী শিক্ষা, নারীর কর্মসংস্থান, নারী স্বাধীনতার সার্বভৌমত্ব ও সীমাবদ্ধতা, মুসলিম সমাজের পুর্নজাগরনের পথ ও পদ্ধতি, মুসলমানদের রিইসলামাইজড হবার পথ ওপন্থা, মুসলমানদের অন্তর্নিহিত চেতনাজাগ্রত করার কলা-কৌশল, আর্ট-শিল্পকলা, ভাস্কর্য, চিত্রাঙ্কন, গান, সিনেমা, নাটক, মিউজিক সম্পর্কিত আলোচনা ইত্যাদি। বিশ্বব্যাপী মুসলিম স্কলাররা এসব বিষয়ে নানাবিধ নতুন নতুন ও যুগোপযোগী ব্যাখ্যা দিচ্ছেন এবং প্রকাশ করে চলছেন। বাংলাদেশের তরুন সমাজ, মাদ্রাসা- শিক্ষিত ও আধুনিক শিক্ষিত সমাজের নিকট এ সব নতুন তত্ত্ব, তথ্য ও দর্শন বিষয়ভিত্তিকভাবে গুচ্ছাকারে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। ব্লগ, ফেসবুকসহ অন্যান্য সোশাল মিডিয়ার কল্যানে এগুলো নানাভাবে ,নানরুপে হাজির হচ্ছে । প্রকাশিত হচ্ছে এসব বিষয়ের উপর নানা তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা। এসব ছড়ানো-ছিটানো, বিচ্ছিন্নভাবে প্রকাশিত ও পোষ্টেড লেখাগুলো নিয়েই গড়ে উঠবে এই মহাফেজখানা । এছাড়াও এখানে থাকবে বিখ্যাত মুসলিম স্কলারদের জীবনী ও কর্ম। থাকবে অতীত ও বর্তমানের অনুস্মরনযোগ্য মুসলিম শাসকদের বায়োগ্রাফি । থাকবে মুসলিম পুনর্জাগরনের কাজে নিয়োজিত সংস্থা ও সংগঠনের পরিচিতি এবং গৃহীত পথ ওপদ্ধতি । থাকবে প্রকাশিত গুরুত্বপূর্ন বই এবং গবেষণার পর্যালোচনা ও পরিচিতি। থাকবে লেখক, অনুবাদক ও গবেষক সমালোচনা । থাকবে বাংলাদেশে মুসলিম পুনর্জাগরনের কাজে নিয়োজিত তরুন চিন্তাশীল ও বুদ্ধিমন্তদের প্রকাশিত অপ্রকাশিত বিভিন্ন লেখা । বহুধাভিত্তিক, ভিন্নমতী এসব মতামত, চিন্তা, তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনার মাধ্যমেই তত্ত্ব ও তথ্যের জগতে আসবে পরিবর্তন। জড়তামুক্ত বাংলাদেশি তরুন মুসলিম মানস হবে গতিশীল । সমকালিন মুসলিম মানসে পরিবর্তন আনয়নকারি মৌলিক যে কোন লিখার লিংক আমাদেরকে জানালে অমরা চেষ্টা করব তা সংগ্রহ করে সংরক্ষণ ও উপস্থাপনার । আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: uspibd@gmail.com।